ডেস্ক: ভোলানিউজ.কম,
আগামী ১৫ জুনের মধ্যে হেড কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই প্রধান কোচ ছাড়াই রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ এবং নিদাহাস ট্রফিতে অংশ নিয়েছে বাংলাদেশ।
গত রবিবার রাতে তিন দিনের সফরে ঢাকায় আসেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও ২০১১ সালে ভারত দলের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেন। তিনি কোচ নিয়োগে বিসিবিকে সহায়তা করবেন। মূলত কোচ নিয়োগের ক্ষেত্রে তিনি পরামর্শক হিসাবে কাজ করবেন। বিসিবিও তার আসার অপেক্ষায় ছিল।
ঢাকায় আসার পর গ্যারি কারস্টেন বিসিবি কর্মকর্তা ও জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছেন। সেজন্যই হয়তো কোচ নিয়োগের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে। আগামী জুনে ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করবেন মাশরাফি-সাকিরা। আশা করা হচ্ছে আফগানিস্তান সিরিজে না হলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রধান কোচ পাবে টাইগাররা।
(আল-আমিন এম তাওহীদ, ২৩মে-২০১৮ইং)