হাজার বছর বেচে থাকুক ভোলার জুডিসিয়ারির আশির্বাদ

 

 

মনজু ইসলাম/টিপু সুলতানঃ

কখনো ধর্মাবতর, কখনো হুজুর আদালত, কখনো দয়ার সাগর আবার কখনো কঠিন হ্রদয়ের অধিকারি সব মিলিয়ে একজন বিচারক।

ভোলার জুডিসিয়ারি আশীর্বাদ, মেধাবী, সৎ, দক্ষ, ন্যায় বিচারক ভোলা জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব শরীফ মোঃ সানাউল হক।

করোনা কালিন সময়ে ভোলার বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মচারীদের সুরক্ষায় রেখে বিচার প্রার্থীদের সেবা নিরবিচ্ছিন্ন রাখতে নানাবিধ কার্যক্রম পালন করেছেন ভোলার এই সুদক্ষ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক।

এছাড়াও করোনা উপসর্গে থাকা কর্মকর্তা ও কর্মচারিদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত রেখেই নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করেছেন শরীফ মোঃ সানাউল হক।
শুধু কর্মকর্তা কর্মচারী ই নয় বিচার প্রার্থী জনগনের জন্য ও তিনি মহামারী করোনা র থেকে নিরাপত্তা দিতে নিয়েছেন প্রশংসনীয় উদ্যোগ। মহামারীর শুরু থেকেই ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক আদালত সংশ্লিষ্ট সকলকে সুরক্ষিত রাখতে জীবানুনাশক স্প্রেয়ার, কাপড়ের মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ইত্যাদি সুরক্ষা সামগ্রী বিতরণসহ নানা পদক্ষেপ গ্রহণ করেন। ইতোমধ্যে আদালতের মূল প্রবেশদ্বারে স্থাপন করা হয়েছে হাত ধোয়ার বেসিন, আদালত ভবনের প্রবেশদ্বারে সেন্সরযুক্ত অটোম্যাটিক জীবানু ছিটানোর যন্ত্র। ভার্চুয়াল শুনানীর শুরু থেকেই যাতে আইনজীবীগণ শুনানীতে অংশগ্রহণ করতে পারেন এবং বিচারপ্রার্থীগণ উপকৃত হন সেজন্য তথ্য প্রযুক্তি ব্যবহারে বিজ্ঞ আইনজীবীদের কারিগরি সহায়তা করেন। সব ধরনের জরুরী বিষয়াদীর শুনানীর ব্যবস্থা করেন। ফলে দেশের বিভিন্ন বার ভার্চুয়াল প্লাটফরমের বিরোধিতা করলেও ভোলা আইনজীবী সমিতি এ ক্ষেত্রে শুরু থেকেই সক্রিয় অংশগ্রহণ করেন এবং জেলা ও দায়রা জজ ড. এ.বি.এম. মাহামুদুল হক এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক এর আন্তরিক সহযোগিতার জন্য ‘ভূয়সি প্রশংসা করে এবং ধন্যবাদ জানিয়ে’ রেজুলেশন গ্রহণ করেন। কিন্তু ইতোমধ্যে শারীরিক উপস্থিতে আসামীদের আত্মসমর্পণ এবং মামলা দায়ের করার নির্দেশ জারী হলে ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক সংশ্লিষ্টদের সুরক্ষার জন্য আরো কিছু অভিনব পদক্ষেপ করেন। এর মধ্যে রয়েছে এজলাসে সাক্ষীর ডকসহ ড্রপলেট প্রতিরোধী শ্নিজগার্ড স্থাপন, আসামীর স্বীকারোক্তি গ্রহণ ও নির্যাতনের শিকার নারী-শিশুদের জবানবন্দি গ্রহনের জন্য শ্নিজগার্ডসহ বিশেষ ডেস্ক স্থাপন করেন। ফলে ঝুকিমুক্ত থেকে পুলিশ কর্তৃক সোপর্দকৃত আসামীর জামিন ও রিামন্ড শুনানী এবং প্রয়োজনীয় জবানবন্দি গ্রহণ করা সম্ভব হয়েছে। ফলে বিচারপ্রার্থী এবং বিচারসংশ্লিষ্ট সকলেই ব্যপকভাবে উপকৃত হচ্ছেন এবং এই অভিনব উদ্ভাবনের জন্য প্রসংশা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

আজ ভোলার বিচার বিভাগের জন্য আর্শিবাদী এই সুযোগ্য বিচারকের জন্মদিনে ভোলাবাসি ও ভোলা নিউজ পরিবারের পক্ষ থেকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে মহান আল্লাহর কাছে নেক হায়াত কামনা করেছেন ভোলার বিচার প্রার্থীরা।

 

SHARE