হত্যা করা হয়েছে রফিক স্যারকে, জানাজা ১০ টায়

 

 

মনজু ইসলামঃ

ডাক্তারের ভুল চিকিৎসায় হত্যা করা হলো সকলের প্রিয় রফিক স্যারকে। ভুল চিকিৎসায় গত এক মাসে ১৪ শ টাকা দামের ৪০ টি ইনজ্যাকশন দিয়েছেন রফিক স্যারের দেহে। ইনজ্যাকশনের পার্শ্ব-প্রতিক্রিয়ায় হার্ট এ্যাটাক হয়েছে রফিক স্যারের। এমনটাই জানিয়েছেন অন্য ডাক্তাররা।

বরিশাল থেকে এসে ভোলার একটি বেসরকারি মেডিকেল সার্ভিসে বসা ডাক্তার ফরহাদ হোসেনের চরম ভুলের খেশারতে আজ ভোলা নিউজের প্রধান সম্পাদক, শিক্ষক নেতা, পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ্য ভোলা মেডিকাল সাইন্স এন্ড টেকনোলজির পরিচালক অধ্যক্ষ রফিকুল ইসলাম সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। আজ ১০ জুন সকাল ১০ টায় ইলিশা তুলাতলি বাড়ি তাজু ঘোষের বাড়ি মসজিদে জানাজা শেষে   তার নিজ বাড়িতে এই শিক্ষকে দাফন করা হবে।

১০ জুন রাত ৩ টায় তার চরনেওয়াবাদের ভোলা আলিয়া মাদ্রাসা সড়কের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভোলা নিউজ পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন। সাথে সাথে তার হত্যার দাবি জানিয়েছেন। ভোলা জেলা সচেতন নাগরিক পরিষদের সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বিস্তারিত আসছে……

SHARE