আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,
ঈদ আসলেই পথের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় একজাঁক অসহায় শিশুদের। ঈদে একটু নতুন পোষাক পড়তে পারলেই মনে হয় অন্তরটা সুখ আর হাসিতে ভরে উঠে। দেশের অনেক ধন-সম্পদশালী বিভিণ্ন পথে টাকা খরচ করলেও চোখের আড়ালে থেকে পথশিশুরা কিংবা সুবিধাবঞ্চিতরা। এরই ধারবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরে অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে আনন্দ অার হাসি ফুটাতে ভোলার একজাঁক তরুনদের সু-সজড়ে বদলে যায় অসহায় শিশুদের জীবন।
বুধবার (১৩জুন) দুপুর ১২টার দিকে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘‘ হেল্প এন্ড কেয়ার’’ এর উদ্যোগে সুবিধাকঞ্চিত অসহায় শিশুদের মাঝে ঈদের পোষাক বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।
এ অসহায় শিশুদের মাঝে েঈদ পোষাক বিতরণকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ-সেবক মোঃ আশ্ররাফুজ্জমান রাজিব, এনটিভি’র স্টাফ রিপোর্টার মোঃ আফজাল হোসাইন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আবিদুল আলম, হেল্প এন্ড কেয়ারের প্রতিষ্ঠাতা ও ভোলা নিউজ২৪ডট নেট নির্বাহী এর সম্পাদক অমি আহমেদ প্রমূখ।
এদিকে, অসহায় শিশুদের সাথে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করেন এ সামাজিক সংগঠনটি।
পোষাক বিতরণ শেষে আনন্দ অার উৎসবে মেতে উঠে অসহায় শিশুরা। একটি পোষাক পেল মনে হয় কি জেনো পেয়েছে। এমনটা কল্পনা নিয়েই গানে গানে তালে তালে পোষাক নিয়ে চলে গেল বাড়িতে।
(অাল-আমিন এম তাওহীদ, ১৩জুন-২০১৮ইং)