অনলাইন ডেস্ক: ভোলানিউজ.কম,
ঈদে দুস্থ ও বস্তিবাসীরা নতুন কাপড়ের আনন্দ পাবে, এমন সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। এ লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে ডিএমপি হতদরিদ্র অসহায় মানুষদের মাঝে বিতরণ করে আসছে নতুন বস্ত্র।
বুধবার দুপুরে মহাখালীর আইপিএইচ স্কুলে দুস্থ ও বস্তিবাসীদের ঈদবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
এ সময় দুস্থ ও বস্তিবাসীদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘ডিএমপি প্রতিবছর ঈদ ও যে কোনও দুর্যোগ বা শীতে আপনাদের পাশে থাকে। আপনাদের পাশে থাকা আমাদের সামাজিক দায়বদ্ধতা। মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। ঈদে নতুন কাপড় পরবে সবাই, এই চিন্তা করেই আমরা প্রতিবছর ঈদে আপনাদের পাশে দাঁড়াই। আমরা গরিবের বন্ধু।’
তিনি বলেন, ‘রাজধানীর সকল মাদকের আখড়া ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। যে পর্যন্ত মাদক নির্মূল করা না যাবে, এই বিশেষ অভিযান চলবে। এছাড়া দেশব্যাপীও এই অভিযান চলছে, ধরা পড়ছে মাদক ব্যবসায়ীররা। মাদক ব্যবসায়ীদের কোন খবর জানা থাকলে পুলিশকে জানাবেন। মাদক ব্যবসায়ী যেই হোক তাকে ছাড় দেয়া হবে না।’
সমাজে মাদক ভয়াবহ ক্যান্সারে রূপ নিয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। তার নেতৃত্বেই আমরা দেশের মাটি থেকে এই ক্যান্সার, এই মাদককেই ধ্বংস করবো।’
এসময় জঙ্গিবাদ দমনের মতো মাদককে দমন করতে অতীতের মতো দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আছাদুজ্জামান মিয়া।
(আল-আমিন এম তাওহীদ, ৬জুন-২০১৮ইং)