ডেস্ক রিপোর্ট।।
সাবেক কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে তাকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান আশরাফুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্দোলনে বাধা দেওয়া এবং হত্যার অভিযোগে কয়েক শ মামলা হয়েছে। এসব মামলায় দলের প্রভাবশালী কয়েক ডজন নেতাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যারা সাবেক মন্ত্রী-উপদেষ্টা এবং সংসদ সদস্য। টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কার্যত ছন্নছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন।
দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কিছু নেতা পালিয়ে বিদেশে চলে গেছে বলে তথ্য পাওয়া গেছে। পঁচাত্তরের পর সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছে ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ।
ভোলা নিউজ / টিপু সুলতান