সাংবাদিক টিপু সুলতানের লেখা — গুজব

গুজব

টিপু সুলতান

পড়িতে পারিনা সাহিত্য
পড়িতে পারিনা বই
মনে শুধু সংকুচ হয়
জীবন হারানোর ভয়।

আজ ডেংগু কাল করোনা
এভাবে তোমরা আমায় মেরুনা।
মরনের ভয় সবসময় মনে রই।
তাইতো মন কিছুতেই বসে না।

কবে আসে মিছিল, হরতাল
কবে আসে মহামারী।
কিছু হয় গুজব
কিছু হয় সত্যি।

এ জীবনে তরী
দিতে পারিনা পারি।
মনে শুধু হয়
মরে যাবার ভয়।

গুজব বলিয়া হঠাৎ সাহস করি।
জীবন যুদ্ধে দিব এবার পাড়ি।
তাইতো এখন কবিতা, উপন্যাস
সকল বই সাহিত্যই পড়ি।

SHARE