টিপু সুলতান।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজারের স্থায়ী বাসিন্দা সাবিকুন নাহার অর্ণা সদ্য প্রকাশিত ২০২১ সনের এইচএসসি পরীক্ষায় ভোলা সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে সকল বিষয়ে A+ অর্জন করে বিগত দিনের ন্যায় ঈর্ষনীয় ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তার পিতা সিনিয়র সাংবাদিক মেজবাহ উদ্দিন সম্রাট তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সচিব ও মাতা কুঞ্জের হাট ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।
সাবিকুন নাহার অর্ণা ডিটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ট্যালেন্টপুলে বৃত্তি সহ পিএসসিতে জিপিএ -৫ এবং ডিটিএম মাধ্যমিক বিদ্যালয় হতে ২০১৭ সনে জেএসসি ও ২০১৯ সনে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাশ করেন। তার পরিবার পারিবারিকভাবে ডাক্তারি পেশার সাথে সম্পৃক্ত থাকায় নিজে একজন আদর্শ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। ডাক্তার হওয়ার লক্ষ্যপুরনে সে সকলের কাছে দোয়া প্রত্যাশী।