লালমোহন প্রতিনিধিঃ-
লালমোহন উপজেলাধীন ফরাজগঞ্জ ইউনিয়নে 4 নং ওয়ার্ডের বিবি আয়েশা নামক এক মহিলাকে ফরাজগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল বসার সেলিম সম্পূর্ণ বেআইনিভাবে, অসৎ উদ্দেশ্যে, সরকারের অর্থ হাতিয়ে নেওয়ার জন্য, স্বামী থাকা সত্ত্বেও বিধবা ভাতার কার্ড সৃষ্টি করে, সরকারের টাকা আত্মসাৎ করিতেছেন ইউপি চেয়ারম্যান আবুল বসার সেলিম, দায়িত্বরত কর্মকর্তার নিকট হইতে জানতে পারি যে আয়েশা বিবি স্বামী আব্দুর রশিদ, নামক মহিলাকে বিধবা ভাতার কাঠ প্রদান এর অর্থবছর 2018 2019 যাহা বর্তমান চলমান রহিয়াছে বিধবা ভাতার বহি নং3027 লালমোহন শাখার সোনালী ব্যাংক হিসাব নং 04 06901018678 কিশোরগঞ্জ, 4 নং ওয়ার্ড, ফরাজগঞ্জ ইউনিয়ন। এই বিষয়ে ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান এর সাথে কথা বলার জন্য মোবাইল ফোনের মাধ্যমে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, পরে এ বিষয়ে নিশ্চিত করেন ফরাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ফয়জুল্লাহ খোকন এর নিকট হইতে জানতে চাইলে ভোলা নিউজকে বলেন আয়েশা বিবি মাওলানা আব্দুর রশিদ এর স্ত্রী, মাওলানা আব্দুর রশিদ পশ্চিম চরউমেদ আলিয়া মাদ্রাসা অবসরপ্রাপ্ত একজন প্রভাষক, সে বর্তমানে লালমোহন উপজেলায় পদ্মা লাইফ ইন্সুরেন্স এর শাখা অফিসের ইনচার্জ হিসেবে কর্মরত আছেন, তিনি আরো ও বলেন উর্দ্ধতন কর্মকর্তা বিষয়টি তদন্ত করিলে এমন আরো অনেক ঘটনা প্রকাশ পাবে।
বিস্তারিত আসছে……..