শেখ কামাল সাদামাটাভাবে জীবন যাপন করতেন, লালমোহনে এমপি শাওন

##############
তপতী সরকারঃ
০৫ আগস্ট বুধবার লালমোহন ঈদগাহ মাদ্রাসা ময়দানে বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান শহীদ শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ভোলা ৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখা। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে লালমোহনের প্রতিটি মসজিদেও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন শেখ কামাল একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি আরও বলেন শেখ কামাল রেসিডেনসিয়াল কলেজ থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচ এসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। এমপি শাওন আরও বলেন শেখ কামাল বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বিশ্ব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সন্তান হয়েও সাদামাটাভাবে জীবন যাপন করতেন। তাঁর মধ্যে কোন অহংকারবোধ ছিলনা। তিনি সবসময়ই মানুষের সেবায় নিবেদিত ছিলেন।

এরআগে এমপি শাওন শেখ কামাল সাদামাটাভাবে জীবন যাপন করতেন – লালমোহনে এমপি শাওন।

লালমেহন থেকে তপতী সরকারঃ

০৫ আগস্ট বুধবার লালমোহন ঈদগাহ মাদ্রাসা ময়দানে বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান শহীদ শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ভোলা ৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখা। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে লালমোহনের প্রতিটি মসজিদেও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন শেখ কামাল একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি আরও বলেন শেখ কামাল রেসিডেনসিয়াল কলেজ থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচ এসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। এমপি শাওন আরও বলেন শেখ কামাল বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বিশ্ব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সন্তান হয়েও সাদামাটাভাবে জীবন যাপন করতেন। তাঁর মধ্যে কোন অহংকারবোধ ছিলনা। তিনি সবসময়ই মানুষের সেবায় নিবেদিত ছিলেন।

উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনু্ষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, সহসভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদলসহ প্রমুখ ব্যক্তিগণ।

SHARE