অনলাইন ডেস্ক: ভোলানিউজ.কম,
নিরাপদ সড়কের দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে তাতে নাক গলিয়ে বিএনপির কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তথ্যমন্ত্রী বলেন, ‘নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলনকে যারা সরকারবিরোধী আন্দোলনে রূপান্তারিত করার চেষ্টা করে তারা দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়। অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সুতরাং বিএনপিসহ যারা এ ব্যাপারে নাক গলানোর চেষ্টা করছেন তাদের বলবো সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে নিয়েছেন। তাই ছোটমনিদের নিরাপদ সড়ক আন্দোলনে বিএনপি’র নাক গলিয়ে লাভ নেই।’
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনকে ন্যায্য উল্লেখ করে গত বৃহস্পতিবার ‘সংবাদ সম্মেলনে সরকারকে ব্যর্থতা স্বীকার করে অবিলম্বে পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেছিলেন, ‘পুরোপুরি ব্যর্থ এই অবৈধ সরকার। শুধু নৌমন্ত্রী নয়, সব ঘটনার জন্য অবিলম্বে সরকারকে দায়ী করছি এবং এই অবৈধ সরকারের পদত্যাগ দাবি করছি।’
ফখরুলের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরে নানা ধরনের ঘটনা বা দুঘর্টনা ঘটে। সেই ঘটনা বা দুর্ঘটনা ঘটলে সরকারের ব্যর্থতা বলা হয় না। কোনো দুর্ঘটনা ঘটলে সরকার সেটা আমলে নিয়ে প্রতিকার করছে কি না সেটা গুরুত্বপূর্ণ। সুতরাং বিএনপি নেতাদের দাবির কোনো বাস্তবতা নেই।’
‘দুর্ঘটনা চালক ঘটিয়েছে। এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। প্রথম দিনই চালকের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিয়েছে। এখানে সরকারের পদত্যাগ করার প্রশ্নই উঠে না।’
এ সময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
(আল-আমিন এম তাওহীদ, ৩আগস্ট-২০১৮ইং)