শাহীন আফসার
চারিদিকে সব অলস হয়ে যাচ্ছে
ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকছে।
কিছু আদেশ করলে কপাল কুঁচকে
বড় বড় চোখ করে তাকাচ্ছে,
আমরা কি ভাবছি আমাদের
ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হচ্ছে,
যেখানে যাই যেদিকে দেখি
ছেলে বুড়ো সব মোবাইল হাতে মাথা নুয়ে হাটছে।
যখন তখন বিপদ এসে জীবন কেড়ে নিচ্ছে ।
এটাকে কি এগিয়ে যাওয়া বলে?
নাকি পিছিয়ে যাচ্ছি?
একটু কি ভেবে আমরা দেখছি?
একই ঘরে সব তারপরও যেনো কেউ নেই!!
মোবাইল হাতে যার যার মতো
গেমস, ম্যাসেজ,ইউটিউব
না হয় গল্পে মশগুল থাকছি!
আর একা একা হাসছি ।
এটাকে কি জীবন চলা বলে?
নাকি অতল গহ্বরে তলিয়ে যাওয়া?
সময় এসেছে ভাববার।
না হয় ভবিষ্যৎ প্রজন্ম ছেলে বেলার
আনন্দ কি জানতেও পারবে না।
নানী দাদীর মুখে গল্প শুনে
খুঁজবে সার্চ করে মোবাইলে গুগলে
আর চিন্তার সাগরে ডুবে যাবে
ভাববে এভাবেও আনন্দ করা যেতো আগের কালে !!
26/07/2021
বিঃ দ্রঃ মোবাইলে উপকারিতা যে নেই তা কিন্তু বলছিনা, শুধু বাচ্চাদের হাতে মোবাইল যতটা কম দেয়া যায় তাই বলতে চেয়েছি। আর এখন তো পরিস্থিতি ভিন্ন অন লাইন ক্লাস সেটা তো করতেই হবে তবুও কেনো যেনো আমার মনে হচ্ছে শিশুদের আনন্দ হারিয়ে যাচ্ছে,,তাই আমার এই কবিতা