মনজু ইসলাম/টিপু সুলতানঃ
গেল বছর ক্যাসিনো কেলেংকারির পর ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুনবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ব্যাংক হিসাব ও জব্দ করা হয় শাওনের। এর পর এ বছরের শেষের দিকে বিপুল পরিমান অবৈধ অর্থ কামানোর অভিযোগে সাবেক উপমন্ত্রী ভোলা ৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধু অনুসন্ধানে নামে দুদক। দুদক কর্মকর্তারা জানিয়েছেন অনুসন্ধান প্রায় শেষের দিকে। প্রমানিত হলে কাউকেই ছাড় দেয়া হবেনা। দুদক কমিশনার ডঃ মোজাম্মেল হক বলেছেন প্রভাব মুক্ত হয়েই অনুসন্ধানে নেমেছেন দুদক। দূর্নীতিবাজদের বিরুদ্ধেও প্রভাব মুক্ত হয়ে কাজ করছেন দুদক। এদিকে ভোলার ২ দুই তরুন সাংসদের বিরুদ্ধে এধরনের অভিযোগ আসলেও সকল প্রকার অভিযোগ মুক্ত থেকে দিন রাত মানুষের জন্য কাজ করে যাওয়া ভোলার অরেক তরুণ সংসদ সদস্য আলী আজম মুকুলের উপর খুসি ভোলা ২ আসনের মানুষ। ভোলা ২ আসনের মানুষের একটাই চাওয়া মুকুল ভোলার মানুষের আত্নার আত্নিয় জননেতা তোফায়েল আহমেদের নামের প্রতি সুবিচার করে আগামীর ভোলার নেতৃত্ব দিবেন। দুদকের অনুসন্ধানের এবং চরফ্যাশন ও লালমোহনের মানুষের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আসছে…….