মনজু ইসলাম/টিপু সুলতানঃ
নাজিউর রহমান কলেজের জীববিদ্যার সহকারী অধ্যাপক ও সকলের গ্রহনযোগ্য ব্যাক্তি ভোলার বনেদী মোল্লাহ পরিবারের পুত্রবধূ প্রিয়জন লিপিয়া খানম ইলিশা ইসলামিয়া মডেল কলেজ, ভোলা- এর অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন। বিতর্কিত অধ্যক্ষ নিজাম উদ্দিন দুর্নীতির দায়ে চাকুরী হারানোর পর থেকেই পদটি শুন্য ছিলো। লিপিয়া খানম অধ্যক্ষ হিসেবে যোগ দেয়ার পর কলেজের সকল অভ্যন্তরীন সমস্যা দ্রুত সমাধান হবে বলে প্রত্যাশা করছেন ইলিশাবাসিসহ ভোলার শিক্ষানুরাগি অভিবাবকরা। লিপিয়া খানম এর অধ্যক্ষ পদে যোগদান নিয়ে ভোলা নিউজের সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম বলেন, ভোলার বিজ্ঞান শিক্ষার একজন প্রকৃত শিক্ষক পেয়ে সদর উত্তরের নদীভাংতি এলাকার অসহায় অভিবাবকরা তাদের সন্তানদের সময় উপযোগী শিক্ষা ব্যাবস্থার সঠিক দিক নির্দেশনা পাবেন। একই সাথে কলেজের গর্ভনিংবর্ডির সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাই একজন সময় উপযোগি আদর্শ শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ায়।