লিগ্যাল এইডের আলোচনায় ভোলার ৭০ ইউপি চেয়ারম্যান ও সচিব।।

 

টিপু সুলতান।।। ভোলা জেলার ৭০ টি ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দের অংশগ্রহণে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির কার্যক্রম অধিক সক্রিয়করণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ এবং চেয়ারম্যান, জেলা লিগ্যাল এইড কমিটি জনাব মোঃ মহসিনুল হক মহোদয়ের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব নুরুল আলম মোঃ নিপু, বিচারক (জেলা ও দায়রা জজ),নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল; জনাব শরীফ মোঃ সানাউল হক, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট; জনাব অসিম কুমার দে, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ জাকারিয়্যা, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ। জেলা লিগ্যাল এইড অফিসার ও সদস্য সচিব, জেলা লিগ্যাল এইড কমিটি জনাব সাব্বির মোঃ খালিদ এর সঞ্চালনায় সভায় আলোচকবৃন্দ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সমস্যা ও প্রতিবন্ধকতা বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য, মামলা জট কমাতে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বছরব্যাপী প্রতিটি উপজেলা ও ইউনিয়নে অনুষ্ঠিত ধারাবাহিক কর্মসূচী ইতোমধ্যেই ভোলা জেলার সর্বস্তরের মানুষের মাঝে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।

SHARE