মাছুম বিল্লাহঃ
লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে হতদরিদ্র ও মধ্যবিত্তদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছে অত্র ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন ‘শঙ্খচিল’।
জানা যায়, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৭৪ হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনটির একটি টিম ইফতার সামগ্রী বিতরণ করে।
এসব ইফতার সামগ্রীর মাঝে রয়েছে চিড়া, মুড়ি, চিনি, ছোলা, তেল, খেজুর, ট্যাংক ইত্যাদি রয়েছে।
‘শঙ্খচিল’ সভাপতি মোহাম্মদ নাজিম জানান, করোনা ভাইরাসের জন্য চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। পবিত্র রমজানে তারা সীমাহীন দুর্ভোগে রয়েছেন। ফলে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য আমাদের এই ক্ষুদ্র উপহার।
ইফতার সামগ্রী বিতরণ কাজে যুক্ত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন শঙ্খচিলের সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি সহ ৭ সদস্যর একটি টিম।
উল্লেখ্য যে, দেশে করোনা ভাইরাস শনাক্ত হবার পর থেকেই সংগঠনটি লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ও লালমোহন ইউনিয়নের ১৬০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে ও বিভিন্ন বাজারে সচেতনতা মূলক মাইকিং সহ জীবাণুনাশক স্প্রে ছিটানোর কর্মসূচি পালন করে।