মাসুদ রানা প্রতিনিধিঃ
লালমোহনে জমি বিরোধের জের ধরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি লালমোহন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও ষাট দরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ নুরনবীকে কুপিয়ে জখম ও একটি কান কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের কাজিরাবাদ গ্রামের ৪নং ওয়ার্ডে। ২৮ নভেম্বর সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, জমির উদ্দিন হাজি বাড়ির মৃত মজিবল হকের ছেলে আমির হোসেন, আমির হোসেনের ছেলে সাখাওত সহ কিছু দুষ্কৃতকারী নুরননবীর উপর অতর্কিত হামলা ও তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে এবং একটি কান কেটে ফেলে বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।শিক্ষক নুরনবীর স্ত্রীও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষকে উপর হামলা ও কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে ও একটি কান কাঁটার ঘটনায় লালমোহনের শিক্ষকবৃন্দ নিন্দা জানিয়ে ন্যায় বিচার দাবী করেন এবং তদন্ত সাপেক্ষে দূরত্ব অপরাধীকে আইনের আওতায় আনা হোক।