লালমোহনে মিষ্টি খেয়ে অসংখ্য বাচ্চা মৃত্যু সজ্জা

 

 

নুরুল আমিন, প্রতিবেদকঃ

লালমোহনে নবজাতক অনুষ্ঠানের মিষ্টি খেয়ে অন্তত ২০জন বাচ্চা অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের ৮নং ওয়ার্ডে ১০ আগস্ট সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফুল বাগিচা গ্রামের ইউসুফ আলী শিকদার বাড়ির সবুজের ঘরে ৫ দিন আগে এক নবজাতকের জন্ম হয়। গ্রাম্য রীতিমতো সোমবার ওই নবজাতকের নামরাখাসহ ছয়দিন পূর্ণ হওয়া উপলক্ষে নবজাতক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবুজের শ্বাশুড়ি আক্তারা বেগম এ উপলক্ষে নানী হওয়ার আনন্দে মিষ্টি নিয়ে আসে। বাড়ির প্রত্যেক ঘরে দুটি করে মিষ্টি দেয়া হয়। ওই মিষ্টি খেয়ে অন্তত ২০জন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। তাদের লালমোহন হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। অসুস্থ হয়ে পড়া বাচ্চারা হচ্ছে নেশাত (৫) পিং জিয়াউদ্দীন, ইসমাইল (১) পিং ইকবাল, জিনিয়া (৫) পিং ঝান্টু, নুহা (৫) পিং মিলন, জিহাদ (১) পিং জান্টু, ইমন (৪) পিং বিপ্লব, নাফিজ (৪) পিং টিপু, আদন (৪), রাবি (২) পিং নুর আলমসহ অন্তত ২০জন।
এ বিষয়ে লালমোহন হাসপাতালের আরএমও ডাঃ মহসিন জানান, কযেক ঘন্টা পর্যবেক্ষণের পরে বলা যাবে।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন, আমি ঘটনা শুনে তাৎক্ষণিক লালমোহন হাসপাতালে এসআই মাসুদকে সঙ্গীয় ফোর্সসহ পাঠিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

SHARE