লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে বিদ্যুতের তার সরাতে বলায় জাহাঙ্গির (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও বিএনপি নেতা মনিরুজ্জামানের বিরুদ্ধে। ২০ এপ্রিল বিকেলে করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই এলাকার হাফিজেগো বাড়ির বাসিন্দা। নিহতের পরিবার অভিযোগ করে বলেন, সাবেক কমিশনার মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে প্রায় ১০-১২ জনের একদল সন্ত্রাস বাহিনী জাহাঙ্গিরের ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গির।
জানা যায়, জাহাঙ্গিরের ঘরের চালের ওপর দিয়ে মনির কমিশনারের শ্বশুর মানিকের বিদ্যুতের তার যায়। এতে করে আতঙ্ক বিরাজ করে জাহাঙ্গীরের পরিবারের লোকজনের মাঝে। তাই জাহাঙ্গিরের পরিবারের লোকজন ঘরের ওপরের ওই তার সরাতে বলে। তাই ক্ষিপ্ত হয়ে মানিক তার জামাই মনির কমিশনারকে জানালে সে তার বাহিনী নিয়ে এই হামলা চালায়।
এব্যাপারে মনির কমিশনারের সাথে আলাপ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। তবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে সঠিক ঘটনা জানা যাবে।