মিলি সিকদার ঃ ভোলা জেলার লালমোহন উপজেলার কালমা ৩নং ওয়ার্ডের বয়াতি বাড়ির মৃত দলি মিয়ার স্ত্রী ফখরুল নেছা ভুয়া মহিলা খনকার। তিনি চিকিৎসার নামে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করছে স্হানীয়রা। সরজমিন গিয়ে দেখা যায় ফখরুন নেছা রোগীদের কাছে নিজেকে তুলে ধরে আমি বৈঠক দিয়ে পরিদের ডেকে কথা বলে মাবুষের সমস্য সমাধান করি। এলাকাবাসী জানায় এই পরি খনকার শাহিদার মা গ্যারান্টি সহকারে স্বামী স্ত্রী অমিল, প্রেমে ব্যার্থতা,জিনের আছর,মানুষকে বশ,জন্ডিস চিকিৎসা করে আসছে। যদিও এসব খনকারি চিকিৎসা সরকারি অনুমোদন দেয়নি। ফখরুনের বড় ছেলে মুনিরের সাথে কথা বললে তিনি বলেন আমার মা দীর্ঘ ২৮ বছর পরিদের ডেকে কথা বলে মানুষকে চিকিৎসা দেয়,উপকার না পেলে মাবুষ আমার মার কাছে আসত। লালমোহন থানার ওসি মাকসুদ মুরাদ বলেন আমি মাএ জানলাম। আমি আমার ফোর্স সেখানে পাঠাবো তারা বিষয়টি তদন্ত করবে।