লালমোহনে কাউন্সিলর প্রার্থীদের আচারণবিধি লঙ্ঘনের হিড়িক

স্টাফ রিপোর্টার ঃ
ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। দেয়ালে পোস্টার লাগিয়ে এবং প্রার্থীর ছবি ও প্রতীক ব্যবহার করে ডিজিটাল ব্যানার স্থাপন করেছেন লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের ৩ কাউন্সিলর প্রার্থীরা।

এরা হলেন, রঞ্জন কুমার দাস টিউব লাইট মার্কা প্রার্থী, আলহাজ্ব জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী ডালিম মার্কার প্রার্থী, জয়ন্ত চন্দ (পন্টি) পাঞ্জাবী মার্কার এই তিন প্রার্থী তাদের নাম এবং প্রতীক ব্যাবহার করে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করেন। আরও এক কাউন্সিলর প্রার্থী মোঃ আল-আমিন মামুন লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে সাদাকালো ডিজিটাল ব্যানার কাঠের ফ্রেমে একাদিক স্থানে বিদুৎ এর পিলারে সাথে লাগিয়ে রাখেন লালমোহন বাজার ও বিভিন্ন রোডে। ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য আচরণবিধি লঙ্ঘন করে বড় মাপের সাদাকালো ডিজিটাল ব্যানার কাঠের ফ্রেম ব্যবহার করে, বিভিন্ন গাছ ও পল্লী বিদুৎ এর পিলারের সাথে লাগিয়ে রাখা রাখেন। নির্বাচনী অফিসের নির্দেশনা অমান্য করে তারা আচরণবিধি লঙ্ঘন করেন।

তবে এর আগে, আলহাজ্ব জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী ডালিম মার্কার প্রার্থী নির্বাচনী প্রচারণায় ১টি অতিরিক্ত মাইক ব্যাবহার করাই, নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ১০ হাজার টাকা জরিমানা করেন।

SHARE