লালমোহনের সড়কে অবৈধ যানের রাজত্ব

 

 

লালমোহন  প্রতিনিধি: ভোলার লালমোহনের প্রধান প্রধান সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন অবৈধ যানবাহন। এসব অবৈধ যানবাহনের মধ্যে রয়েছে; ট্রলি,নসিমন-করিমন ও ভটভটি। এসব অবৈধ যানের দাপটে পাথচারীদের চলাফেরায় বিঘ্ন ঘটছে প্রতিনিয়ত। বৈধ কোনো কাগজপত্র না থাকলেও অবৈধ এসব যানবাহনের দাপট বাড়ছে দিন দিন। অবৈধ এ যানের বেশিরভাগ ড্রাইভারদেরই ড্রাইভিং লাইসেন্স নেই, ফলে যে কেউ চাইলেই এসব যানবাহন চালাতে পারছে। অনিরাপদভাবে ইট, বালু ও রড বহনকারী এসব যানের কারণে প্রতিনিয়ত ঘটছে দুঘর্টনা, হচ্ছে পরিবেশ দূষণ। ফলে আতঙ্কের মধ্যে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও পথচারীদের। কয়েকজন পথচারী জানান, সড়কের জন্য এসব অবৈধ যানবাহন অনেক ঝুঁকিপূর্ণ। এসব যানের জন্য অনেক সময় ঘটছে দুঘর্টনা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধে কঠিন পদক্ষেপ নেয়া প্রয়োজন। এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, এসকল অবৈধ যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযান সামনের দিনগুলোতে আরও জোরালোভাবে পরিচালনা করা হবে।

SHARE