লালমোহন প্রতিনিধিঃ-সারা দেশে যখন মৃত্যুর মিছিল। ভোলায় সর্বোচ্ছ সনাক্ত। মানুষ যখন চরম আতংক গ্রস্থ। এ অবস্থায় উপজেলা প্রশাসনের সকল নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে লালমোহনে জনসভাকরেছে ইউপি সদস্য।লালমোহন উপজেলাধীন ফরাজগঞ্জ ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার শামিম এর নেতৃত্বে বুধবার সন্ধ্যা অনুমান ৭ ঘটিকায় করোনা ভাইরাস মহামারীতে সরকারি নিষেধাজ্ঞা না মেনে শতাধিক মানুষ নিয়ে আনিচল হক মিয়ার বাজারে মিটিং এর মাধ্যমে জনসমাগম করিয়াছেন, এবিষয়ে স্থানীয় ফরাজগঞ্জের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ এর সাথে কথা বললে তিনি বলেন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে, শামিম মেম্বার কর্তৃক এই বেআইনি জনসমাগম আমি ফেইসবুকে দেখে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি।তাকে মুটোফোনে না পেয়ে পরবর্তীতে লালমোহন উপজেলার ইউএনও এর সাথে যোগাযোগ করিলে তিনি বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন করিবে বলেন, এবিষয়ে স্থানীয় শামীম মেম্বারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করিয়া তাকে পাওয়া যায়নি, এধরনের বেআইনি জনসমাগম করায় স্থানীয় জনসাধারণের মনে সরকারের প্রতি ক্ষোপ প্রকাশ করিয়া বলে আমরা দোকান পাট কাজ কর্ম করিতে পারিনা অথচ স্থানীয় রাজনৈতিক মিটিং মিছিল কি ভাবে করে সরকার বা প্রশাসনের চোখে এগুলো পরেনা, ক্ষমতার বলে ওরাকি সব করতে পারে?