শহিদুল ইসলাম মনপুরা প্রতিনিধি।
মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ৩৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করে বেসরকারি প্রতিষ্ঠান ‘ব্র্যাক’।
শনিবার দুপুর ১২টায় হাজিরহাট ব্র্যাক অফিস ও চর-কলাতলি ব্র্যাক অফিসে ত্রাণ বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক- আব্দুল মালেক জমাদ্দার,৫নং কলাতলি ইউনিয়ন চেয়ারম্যান- আলাউদ্দিন হাওলাদার, ব্র্যাকের মনিটরিং অফিসার- ফিরোজ আহম্মেদ, সহকারী এলাকা ব্যবস্থাপক (প্রগতি)- শাহিন আলী গাজী, শাখা ব্যবস্থাপক-পিন্টু মন্ডল, অফিসার (যক্ষা কর্মসূচি)- আনোয়ার পারভেজ,হিসাব কর্মকর্তা মোসলেউদ্দিন ও মনপুরা উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
এসময় কলাতলি ইউনিয়নের ২০০জন ক্ষতিগ্রস্থকে ২০০০ টাকা ও হাজিরহাট ইউনিয়নের ১০০ জন ক্ষতিগ্রস্থকে ২০০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও ৮০ জন ক্ষতিগ্রস্থকে ত্রাণ প্রদান করা হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান