মনজু ইসলাম ঃ
ভোলার তজুমদ্দিনে করোনা ভাইরাসের কারণে বাড়িতে আটকে থাকা অসহায় পরিবারদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছেন তজুমদ্দিন উপজেলার নির্বাহি অফিসার আশ্রাফুল ইসলাম।
উপজেলা প্রশাসনের হট লাইন নাম্বারে ফোন দিয়ে ত্রাণ চাওয়া ব্যাক্তিদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, পেয়াঁজ, আলু, সাবান ও তৈল পৌঁছে দিয়ে খোঁজখবর নেওয়ার মধ্যে দিয়ে ব্যস্ত সময় পাড় করছেন সরকারি এই কর্মকর্তা।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১০টায় ত্রাণ নিয়ে হাজির হন চাঁদপুর ইউনিয়নের কাজিকান্দি গ্রামে। সেখানকার ১১টি অসহায় পরিবারের হাতে তুলে দেন খাদ্য সহায়তা। এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ জিয়াউল হক ও মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল।