আকতার হোসেন।। ভোলা সদর উপজেলার ৩ নং ইলিশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিরোধী ও জমিতে রাতের আঁধারে দেশীয় অস্ত্র ও সন্ত্রাসী বাহিনী নিয়ে মোঃ সিরাজ ওরফে দুলাল আস্কর গং দোকান ভাঙচুর করে জমি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক মোহাম্মদ আবদুর রব এমন অভিযোগ করেন। এ ঘটনায় রোববার সিরাজ ওরফে দুলাল আস্কর, মোঃ ইউসুফ আস্কর গং এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। ওই দিন রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১/বেলায়েত আস্কর পিতা মৃত তোফিল উদ্দিন ২/মোহাম্মদ আমির হোসেন পিতা মৃত মোহাম্মদ দায়মুদ্দিন কে আটক করে কাজ বন্ধ করে দিয়েছে।জানা গেছে, ভোলা সদর উপজেলার ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের মো. আবদুর রব ও সিরাজ ওরফে দুলাল আস্কর গং দে সাথে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ২০০৭ সালে ওই জমি নিয়ে ভোলা সদর দেওয়ানি আদালতে মামলা হয় (মামলা নং ১৫৫/৭)। ৩০/০৬/২০২২ সালে ওই আব্দুর রব গং এর পক্ষে মামলায় রায় হয়। কিন্তু এ রায় সিরাজ ওরফে দুলাল আস্কর গং তাদের পক্ষে হয়েছে বলে দাবি করেন।
ভোলা সদর থানার এসআই আনোয়ার বলেন, ওসির নির্দেশে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।
ভোলা সদর থানার ওসি মো. শাহীন ফকির বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভোলা নিউজ / টিপু সুলতান