রক্তের প্রয়োজনে পাশেই আছে ভোলা ব্লাড.কম

 

 

এম.ইমরান হোসাইনভোলা /জেলার মানুষদের অসুস্থতাজনিত সমস্যায় রক্তের প্রয়োজন মেটাতে এই ওয়েবসাইটের উদ্ভাবন।এনায়েত হোসেন কে -আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক হিসেবে মোঃ রিয়াজ, মোঃ আক্তার ও মোঃ তানজিল এবং বিপ্লব কে -সদস্য সচিব করা হয়। অত্র জেলার সকল আগ্রহী রক্তদাতাদের ডাটাবেজ এখানে সংরক্ষিত রয়েছে। যার যখন রক্তের প্রয়োজন সে তখন সহজেই যাতে রক্তদাতাদের সাথে যোগাযোগ করতে পারে মূলত এই উদ্দেশ্য নিয়ে এনায়েত এর উদ্যেগে ভোলা ব্লাড.কম এর যাত্রা শুরু করেছিলেন। ওয়েব সাইটে ডোনারদের নাম ফোন নাম্বার ও লোকেশন দেয়া আছে। ভোলা ব্লাড.কম এর সদস্য রিয়াজ,আক্তার,তানজিল ও অন্যান্য সদস্যদের নেতৃত্বে এই ওয়েবসাইটটির কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এই ওয়েবসাইট ছাড়াও রক্তের প্রয়োজনে ভোলা ব্লাড ডট কম এর Volunteer দের সাথে যোগাযোগ করলে রক্ত ম্যানেজ করে দেওয়া হয়।এই ওয়েবসাইটে আম্বুলেন্স ও ডাক্তারদের ডাটা পাওয়া যায়। ভোলা ব্লাড ডট কম এর Volunteer রা দিন রাত কাজ করে যাচ্ছে রক্ত ম্যানেজ করে দেওয়ার জন্য।আপনার রক্তের প্রয়োজন হলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে রক্তের গ্রুপ ও লোকেশন দ্বারা খুজতে পারেন এবং আপনি রক্ত দিতে চাইলে রেজিষ্ট্রেশন করতে পারবেন। তাই আপনার রক্তের প্রয়োজনে ও রক্ত দিতে সাথেই থাকুন ভোলা ব্লাড.কম এর সাথে।

SHARE