রক্তাক্ত ক্ষতবিক্ষত ফখরুল নামক এক বৃদ্ধা, নিশ্চুপ মনপুরা থানা ।

 

শহিদুল ইসলাম। ৷ ভোলার মনপুরা উপজেলার কামাল বাহিনীর হাতে গুরুতর জখম ফখরুদ্দিন নামের এক বৃদ্ধা। শুক্রবার ( ১৬ই ফেব্রুয়ারী) ২ নং হাজির হাট ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের রিজির খাল মসজিদ সংলগ্নে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে৷ঘটনা সূত্রে জানা যায়, জেবল হক বেপারী রিজির খাল মসজিদের ১০ শতাংশ জমি দখল করে রেখেছেন৷ সেই সূত্রে স্থানীয় মুসল্লীরা মসজিদের সেক্রেটারী খোকনসহ জেবর হক বেপারীর সাথে আজকে স্থানীয়ভাবে সালিশি হওয়ার কথা। সালিশির এক পর্যায়ে মুসলীদের সাথে কথা কাটাকাটির মাঝের কামাল বাহিনীর প্রধান কামালউদ্দিন ও তার সঙ্গিয় সদস্য জামাল উদ্দিন, ইসমাইল, রাজিব, জসিমউদদীন, শান্তসহ অজ্ঞাত আরো ৭/৮ জন মুসল্লিদেরকে মারধর করে৷ কামাল উদ্দিন দাঁড়ালো দা ও ছেনি দিয়ে ফখরুলউদ্দিন নামের এক নিরীহ মুসলিকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করে কোপ দিলে সেই কোপ বাম হাতে লেগে প্রায় দ্বিখণ্ডিত হয়ে যায়৷ পরে কিছু বুঝে উঠার আগেই মুসল্লীদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় কামালবাহিনীর সদস্যরা৷ ঘটনার পরে মুমূর্ষু অবস্থায় ফখরুউদ্দীনকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় ভোলায় সদর হসপিটালে রেফার করেন৷ বর্তমানে ফখরুদ্দিন ভোলা সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছে৷অভিযুক্ত কামালউদ্দীন, জামালউদ্দীন, জসিমউদদীন,সালাউদ্দিন, রাজিব ও শান্ত ২ নং হাজির হাট ৮ নং ওয়ার্ডের বাসিন্দা৷

এ বিষয়ে স্থানীয় মুসল্লীদের সাথে জানতে চাইলে তারা বলেন, কামাল বাহিনীর আতঙ্কে কেউ কিছু বলতে সাহস পায়না৷ তারা আরো বলেন, কামাল বাহিনী ভূমিদস্যুতায় রেহাই পায়নি মসজিদের জমিও৷ দীর্ঘদিন মসজিদের জমি দখলের অভিযোগে তাদের সাথে স্থানীয় ভাবে বসাবসি হলেও কোন সূরাহ না হওয়ায় আজ শুক্রবার ১৬ ই ফেব্রুয়ারী জুমআ নামাজের পরে দুইজন আইনজীবীদের সমন্বয় সালিশি হওয়ার কথা৷ সেই লক্ষে আজকে স্থানীয় মুসল্লীরা সালিশিতে গেলে এমন ঘটনা ঘটে৷এ বিষয়ে অভিযুক্তদের সাথে তাদের ব্যবহৃত মুঠোফোনে ফোন দিলে ফোন রিসিভ করেননি ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর শুনে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি৷ অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷এ বিষয়ে ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মনপুরা থানার ওসিকে বলেছি আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য৷

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE