মেয়ে সন্তান হওয়ায় মায়ের পেটে বাবার লাথি।।

এম ইমরান হোসেন।।

ভোলা সদরের রতনপুর বাজারের শরীফ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী আত্নীয়রা সন্তানসহ অসহায় মেয়টিকে প্রায় মৃত অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। মেয়ের বাবা জানান আগে তাহার মেয়ের সাথে শিবপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ডের শরীফের ছেলে অলির সাথে বিবাহ হয়, এর পর থেকে ঢাকায় ড্রাইভারী চাকুরিতে চলে যায় ওলি। বিয়ের ৫ বছর পর আমার মেয়ের গর্ভে একটি কন্যা সন্তান জন্ম নেয়। কন্যা সন্তান হওয়ার অপরাধে অত্যাচার বাড়িয়ে দেন ওলি। গত ৬ বছরের বেশি সময় ধরে কোন প্রকার খোঁজখবর না নিয়ে উল্টো মেয়ের বাবার কাছে একটি প্রাইভেট কার কিনার জন্য টাকা চেয়ে আসছে, টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ঢাকা থেকে বাড়িতে আসে ওলি। গত ৩১ অক্টোবর সন্ধ্যায় আমার বাড়িতে গিয়ে টাকার জন্য মেয়েকে মারপিট করেন এবং মেয়ে সন্তান হওয়ায় তার সিজারের সেলাই উপর লাথি মেরে অজ্ঞান করে ফেললে সবাই মেয়কে প্রায় মৃত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে মহিলা মেডিসিন ওয়ার্ডে অতিরিক্ত ৫নং বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE