মেঘনায় মাছের প্রজাতি রক্ষায় মাহফুজের বিরতিহীন অভিযানে রেনু আটক

 

টিপু সুলতানঃ ভোলার মেঘনায় ছেয়ে গেছে মাছের প্রজাতি ধ্বংসকারী অবৈধ ফাঁদের জাল। আর ভোলার প্রভাবশালীরা এই জাল গুলো পরিচালনা করায় তা ধ্বংস করতে বিপাকে পরতে হচ্ছে প্রশাসনসহ মৎস্য বিভাগকে। নানা প্রতিকুলতায়ও থেমে নেই দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন। মেঘনার মাছের প্রজাতি রক্ষায় বিরতিহীন অভিযান পরিচালনা করে একের পর এক ধ্বংস করছেন এসব অবৈধ জাল ও ফাঁদ তৈরির উপাদান। তারই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল বৃহস্পতিবার  দৌলতখানের মেঘনায় বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭ টি গলদা জাল, ১০০০ মিটার কারেন্ট জাল, ৮টি রেনু পাচারের পাতিল। এসময় পাচার কালে গোপন অভিযান চালিয়ে ৫০ হাজার গলদা চিংড়ি রেনু জব্দ করেছেন উপজেলার এ সিনিয়র মৎস্য কর্মকর্তা। জব্দ করেই ক্ষান্ত হননি সাংবাদিকদের নিয় তা আবার মেঘনা নদীতেই অবমুক্ত করেন ওই মৎস্য কর্মকর্তা এবং উদ্ধার করা অবৈধ জাল নদীর তীরেই পুড়িয়ে দেন মাহফুজ হাসনাইন।

SHARE