মেঘনার ডেঞ্জারজোনে ভোলার মানুষের প্রাণ নিয়ে খেলা।।

ভোলা প্রতিনিধিঃ ভোলার মেঘনার ডেঞ্জার জোনে সমুদ্রের এই উত্তাল মোহনায় বর্ষার এই ৬ মাস লঞ্চ চলাচল নিষিদ্ধ করেছে বিআইডাব্লিওটিএ। সেখানে কথিত সি সার্ভের দোহাই দিয় চলে বরিশাল – ভোলা রুটের পারিজাত ও রাজ হংস সহ কয়েকটি বিতর্কিত ফিটনেস ধারী লঞ্চ। এদের ধারন ক্ষমতা ৪শ থেকে ৪৫০ জন সেখানে আজ ২৭ জুন মঙ্গলবার সকাল ১৫০০ থেকে ২০০০ যাত্রী নিয়ে লক্ষিপুরের মজুচৌধুরী ঘাট থেকে মেঘনার ডেঞ্জার জোন পাড়ি দিয়ে ভোলার ইলিশা ঘাটে এসেছেন এই লঞ্চ গুলো। বৈরী এই আবহাওয়ায় ভয়ংকর মেঘনা পাড়ি দিয়ে ধারণ ক্ষমতার চেয়ে ৪ থেকে ৫ গুন যাত্রী বেশি নিয়ে ভোলার মানুষের প্রাণ নিয়ে খেলছেন অসাধু ব্যাবসায়ীরা। বন্দর কর্তৃপক্ষের উদাসিনতা এ ধরনের সুযোগ পাচ্ছেন অশুভ লঞ্চ ব্যাবসায়ীরা। জেলা প্রশাসন, নৌ-পুলিশ ও কোষ্ট গার্ডের বিতর্কিত ভুমিকায় যে কোন মুহূর্তে মেঘনায় ভয়ংকর নৌদুর্ঘটনা ঘটতে পারে।আজ ২৭ জুন ভোলার বন্দর নগরী ইলিশা ঘাটে গিয়ে দেখা যায় ইলিশা লক্ষীপুর রুটে চলাচলকারী লঞ্চ রাজহংস এবং পারিজাত ঘাটে এসেছে ৪ হাজারের বেশি যাত্রী নিয়ে এক একটি লঞ্চে ২০০০ এর বেশি যাত্রি ছিলো বলে জানিয়েছেন লঞ্চে আসা সহ যাত্রীরা। অথচ এই লঞ্চ গুলোর যাত্রীধারণ ক্ষমতা ৪১০ জন।বৈরী আবহাওয়ার মধ্যে ২ হাজার এর অধিক যাত্রী নিয়ে লক্ষীপুর থেকে ভোলার ঘাটে এসে  ভোলা নিউজকে ঘাটে উপস্থিত থাকা জেলা ছাএলাীগের সিনিয়র সহসভাপতি  জাকারিয়া হোসেন অমি। এই প্রভাবশালী নেতা আরো বলেন, অত্যাধিক যাত্রীর চাপে বি আই ডব্লিউ টি এর সিড়ির বেহাল অবস্থা। সেখানেও ঘটতে পারে বিপর্জয়। দ্রুত কার্যকরি ব্যাবস্থা না নিলে ভয়াল মেঘনায় ঘটতে পারে বড় ধরণের বিপর্যয়।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE