মনজু ইসলামঃ
বিএনপির রাজনীতি ভুলে ভরা। এ জন্য মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একদিন বিএনপি বিলীন হয়ে যাবে এই দেশ থেকে।’ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোলা সদর উপজেলার আওয়ালী গীগের তৃনমূলের কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ আরও বলেন, যে দল টাকার বিনিময়ে নমিনেশন দেয়, মানুষকে খুন করে এবং যে দলের নেত্রী দুর্নীতি মামলার আসামি, সে দলকে মানুষ কেন ভোট দেবে? আগামী পাঁচ বছরের মধ্যে ইতিহাসে মুসলিম লীগ, ন্যাপসহ বিলুপ্ত দলগুলোর মতো বিএনপিও বিলীন হয়ে যাবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, আজ বিএনপি দেশে বিদেশে ষড়যন্ত্র করছে। কিন্তু ষড়যন্ত্র করে কোনও লাভ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শ্রেষ্ট নেতা। তিনি দেশের গ্রামকে শহর করেছেন। পদ্মা ব্রিজ করে চলেছেন। তার শাসন আমলে ব্যাপক উন্নয়ন হচ্ছে।
২০০১ এর পরে মানুষ নির্যাতন-ধর্ষণ, হত্যা লুট ও ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে যে নৃশংস ঘটনা ঘটিয়েছে, বিএনপি সে জন্য মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।’
মৃত্যুর আগের দিন পর্যন্ত দলীয় নেতাকর্মীদের পাশে থাকার কথা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, উন্নয়ন করে সিঙ্গাপুরের আদলে ভোলাকে গড়ে তুলবো।’
ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস প্রমুখ। সভায় উপজেলার ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।