মোঃ মাসুদমনপুরা প্রতিনিধিঃআজ 9 মার্চ রোজ মঙ্গলবার দুপুর 2 ঘটিকায় অনুষ্ঠিত হবে মুজিব স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট 2021 ইং এর গৌরবময় ফাইনাল ম্যাচ। ক্রিকেট টুর্নামেন্ট টি অনুষ্ঠিত হবে মনপুরা উপজেলার 1 নং মনপুরা ইউনিয়নের রামনেওয়ার মৎস্য ঘাট সংলগ্ন মাঠে।ফাইনাল ম্যাচে যে দুটি শক্তিশালী দল ব্যাট-বল নিয়ে লড়াই করবেন, আদর্শ সূর্য তরুণ ক্রিকেট একাদশ বনাম মনপুরা ইলেভেন স্টার ক্রিকেট একাদশ। উক্ত ম্যাচে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 জাতীয় দল ও BPL সহ বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়। উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ শামীম মিঞা,নিবার্হী কর্মকর্তা মনপুরা ভোলা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ সাখাওয়াত হোসেন, অফিসার ইনচার্জ মনপুরা থানা ।আরো উপস্থিত থাকবেন জনাব মোঃ আমানত উল্লাহ আলমগীর, চেয়ারম্যান, ১নং মনপুরা ইউনিয়ন পরিষদ।আরো উপস্থিত থাকবেন এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে 30 হাজার টাকার প্রাইজ মানি এবং আকর্ষণীয় ট্রফি, রানার্সআপ দল কে দেওয়া হবে 15 হাজার টাকার প্রাইজ মানি এবং আকর্ষণীয় ট্রফি।
গৌরবময় ফাইনাল এর মধ্যে দিয়ে শেষ হবে মুজিব স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট 2021ইং এর জাঁকজমকপূর্ণ আসরের।