মির্জাগঞ্জ( পটুয়াখালী) থেকেঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সবচেয়ে বড় সুবিদখালী বাসস্ট্যান্ডে নেই কোন পাবলিক টয়লেট।ফলে চরম বিপাকে পরতে হচ্ছে যানবানে চলাচলরত যাত্রীসহ পথচারীদের।ব্যস্ততম এলাকা জুড়ে রয়েছে মার্কেট, কাঁচাবাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান । দৈনন্দিন নানা কাজে প্রতিদিন উপজেলার ৬ টি ইউনিয়ননের মানুষের সমাগম ঘটে । তাছাড়া চান্দখালী-বাকেরগঞ্জ মহাসড়ক সংলগ্ন হওয়ায় যোগাযোগের গুরুত্বপূর্ণ রুট সুবিদখালী বাসস্ট্যান্ডটি। ফলে ভীড় লেগেই থাকে সব সময়। এতগুরুত্বপুর্ন স্থানে কোন পাবলিক টয়লেট না থাকায় প্রকৃতির ডাকে সারা দিতে গিয়ে চরম বিপাকে পড়ে পথচারীসহ বিভিন্ন যাত্রী। বিশেষ করে মহিলাদের ভোগান্তিটা যেন একটু বেশিই হয়। প্রয়োজনের সময় দুশ্চিন্তায় পড়তে হয়।
ঢাকাগামী মল্লিক পরিবহনের যাত্রী শ্রী রেখা হাওলাদসরের সঙ্গে কথা হলে তিনি বলেন, এখানে পাবলিক টয়লেটের বিষয়টা খুবই জরুরি । গুরুত্বপূর্ণ এরকম স্থানে পাবলিক টয়লেট থাকা উচিত। কারন আসা যাওয়ার পথে আমাদের প্রায়ই সমস্যা হলে, চরম ভোগান্তিতে পরতে হয়। আশেপাশের মার্কেটগুলোর টয়লেটগুলিতে তালা জুলানো থাকে, আবার কিছু মার্কেটের টয়লেট ব্যবস্থাও ভালোনা সেখানেও যাওয়া না। ফলে অনেক সময় কঠিন ঝামেলায় পড়তে হয়।
উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বলেন, পাবলিক টয়লেট না থাকয় অনেকেই রাস্তার ধারেই প্রসাব করে, এতে দুর্ঘন্ধে থাকা যায়না।
বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আনলে তারাও ইতিবাচক সাড়া দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন বলেন, যাত্রীদের ভোগান্তি দূর করার জন্য সুবিদখালী বাসস্ট্যান্ডে পাবলিক টয়লেট একান্তই আবশ্যক। অতি দ্রুত স্ট্যান্ডে পাবলিক টয়লেটের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে।