বিশেষ প্রতিনিধি -”
ভাইরাস নয় সংক্রমিত হোক মানবিকতা” এই স্লোগান কে সামনে রেখে
করোনা ভাইরাস কোভিড – ১৯ জনিত সার্বিক পরিস্থিতির কারনে মানবতার টানে
ভোলা জেলার বোরহানউদ্দিন থানার হাসান নগর ইউনিয়নে মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা বিদ্যালয়ের বর্তমান একশ দরিদ্র ছাত্র-ছাত্রী পরিবারে এবং কর্মহীন পঁচানব্বই পরিবাবের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এ কার্যক্রম সম্পন্ন হয়। মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্র ছাত্রী দের এবং কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এই সাহায্য দেয়া হয়।
এই কাজে সার্বিক সহযোগীতা করেন মোবাশ্বের হোসেন (আল-আমিন) চৌধুরী, ফরহাদ হোসেন, সেলিম হাসান, মোঃ শাহীন কাদের, সুমন হাওলাদার,লন্ডন প্রবাসী মঈনুল ইসলাম শাহীন, টুটুল ইফতেখার, শাহ মোঃ মামুন, ইতালী প্রবাসী মোঃ শাহীনসহ আরো অনেকে। বিতরণের সময় মির্জাকালু স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এ সময় প্রতি পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, ওরস্যালাইনের প্যাকেট এবং একটি করে বলপেন দেয়া হয়। পাশাপাশি সকলকে সাবান প্রদান করে ভাইরাস প্রতিরোধে সচেতন করার চেষ্টা করা হয়েছে।