ইয়ামিন হোসেন
রমজানে যেসব ব্যবসায়ী কারসাজি করে, ভেজাল পণ্য দিয়ে জনগণকে কষ্ট দেয় তাদের সমালোচনা করেছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার মতে, রাজনীতিবিদরা এসব অসৎ ব্যবসায়ীর পকেটে।এজন্য রাজনীতিবিদরা এদের বিচার করতে পারবে না।তিনি এই বিচারের ভার আল্লাহর ওপর দিয়েছেন। রোববার বিকালে পার্থ তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘রমজানের সময় যেইসব ব্যবসায়ী কারসাজি করে বাজারের মূল্য বাড়ায়, সাধারণ মানুষকে কষ্ট দেয়…সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি করে, এদের বিচার আমরা (রাজনীতিবিদরা ) করতে পারব না।কারণ আমাদের বেশির ভাগই এদের পকেটে আছে বা ঢুকে যায়। তবে এদের বিচার আল্লাহ করবে…। লক্ষ মানুষের অভিশাপে তাদের ধ্বংস অর্নিবায