মনজু ইসলামঃ
ভোলাকে মাদক মুক্ত করতে তরুণ প্রজন্মকে খেলা মুখী করতে হবে। পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের বর্ষাকালীন আন্তঃস্কুল এন্ড কলেজ ফুটবল লীগের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা সচেতন নাগরিক পরিষদের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি এ কথা বলেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে ঢাকা থেকে এসেই এই লীগের ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা নির্ভয়ে বিদ্যালয়ে এসো দেশে কোন কল্লাকাটা নেই। এক শ্রেনীর মানুষ সরকারের উন্নয়নে ইর্শ্বান্বিত হয়ে এই গুজবের অপপ্রচার চালাচ্ছেন। তোমাদের একটি কথা বলি তোমার জীবনে সব জয় করতে পারবে যদি তোমরা ছাত্রজীবনে কোন নেশাগ্রস্থ লোকের সাথে না চলো। তোমরা অবসর সময়ে মাঠে খেলাধুলা করলে মাদক নামক মরন ব্যাধি কখনো তোমাদের বিজয় রথ থামাতে পারবেনা। এসময় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, কলেজের অধ্যক্ষ ও ভোলা নিউজের প্রধান সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলাম, ভোলা নিউজের প্রকাশক এডভোকেট মনিরুল ইসলাম, সাংবাদিক মাসুদ রানাসহ কলেজের শিক্ষকবৃন্দ। উত্তেজনাপূর্ন এই লীগে সিনিয়র পর্যায়ে ট্রায়ব্রেকারে চেম্পিয়ন হন ৯ম শ্রেনী এবং জুনিয়র পর্যায়ে চেম্পিয়ন হন ৬ষ্ঠ শ্রেনী।
পুরো লীগটি দক্ষতার সাথে পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রীদের প্রাণের শিক্ষক অমিতাভ রাজন।