মাঝ নদীতে দূর্ঘটনার কবলে গ্রীন লাইন, বরিশাল না এসে ঢাকায় ফেরত

বিসেষ প্রতিনিধিঃ

ভোলা নিউজ-১০.০৫.১৮

মাঝ নদীতে ভয়াবহ দূর্ঘটনার কবলে গ্রীন লাইন, সর্বশেষ খবর জানা পর্যন্ত লঞ্চটি বরিশালের দিকে না এসে ঢাকায় ফেরত যাচ্ছেন। এখন পর্যন্ত একজনের মাথা কাটাসহ ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা থেকে গ্রীণ লাইন ওয়াটার ওয়েজ বরিশাল যাওয়ার পথে ভয়াবহ এ দূর্ঘটনার স্বীকার হয় যাত্রীরা। গ্রীন লাইনের এক পাশের অনেকাংশ ভেঙ্গে গিয়ে যাত্রীদের মাথার উপর পরে ।

SHARE