মাছ ধরতে ডাকাতদের পতাকা কিনতে হয় না, তজুমুদ্দিনেও ওসি’র সাফল্য অব্যহত।।

টিপু সুলতানঃলালমোহন থানায় ওসির দায়িত্বে থাকাকালীন সময়ে জেলার নিয়মিত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ।তার ধারাবাহিকতা বজিয়ে রেখেছেন জলদস্যু অধ্যুসিত মেঘনা মোহনার তজুমুদ্দিন থানায় যোগ দিয়েও। মেঘনায় মাছ ধরতে জেলেদের পতাকা কিনতে হতো জলদস্যুদের কাছ থেকে। অল্প দিনে সেই জলদস্যু নির্মুলের সাথে সাথে চুরিও এনেছেন নিয়ন্ত্রনে। এমনকি চুরি হওয়া মোবাইল উদ্ধার করে তা পৌঁছে দিয়েছেন গ্রামের অসহায় কৃষক ও জেরেদেরকেও। আইএমই নাম্বারতো দুরের কথা বাংলা উচ্চারন করে পড়তে পারেননা এমন মোবাইল গ্রাহক তাদের হারিয়ে যাওয়া মোবাইল সেটের পুরোনো বক্স নিয়ে থানায় এসেই ওসির আথিতিয়তা পেয়েই খুসি হয়ে চলে গেছেন। এবার তাদের ৬ জনের মোবাইল উদ্ধার করে তাদের হাতে ফিরেয়ে দিয়ে তাদের চমক দেখানোর সাথে সাথে পুলিশের ডিজিটাল সেবার বড় একটি দৃষ্টান্ত দেখালেন গ্রামের মানুষদের মধ্যে। তজুমুদ্দিন থানা সূত্রে জানাজায়,তজুমদ্দিন থানায় ডিসেম্বর মাসে হারিয়ে যাওয়া ৬ টি মোবাইল উদ্ধারঃ মাননীয় পুলিশ সুপার, ভোলা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় মোঃ মাকসুদুর রহমান মুরাদ, অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলা এর তত্বাবধায়নে ডিসেম্বর মাসে জিডি মূলে ০৬(ছয়) টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এদিকে মোবাইল ফোন উদ্ধারের ঘটনা তজুমুদ্দিনে ছড়িয়ে পরায় গা ঢাকা দেয়া শুরু করেছে তজুমুদ্দিনের চিহ্নিত জলদস্যু ও চোরেরা। ওসি মুরাদ যোগদানের পর থেকে তজুমুদ্দিনের মেঘনায় সাধারন জেলেরা মাছ ধরার জাল ফেলতে পেরেও খুসি অসহায় জেলেরা। এর আগে তজুমুদ্দিনের প্রভাবশালী নেতাদের কাছ থেকে ভিন্ন পতাকা কিনে নদীতে জাল ফেলতে পারতো স্থানীয় মোড়ল মাতব্বর ও জলদস্যুদের পছন্দের জেলেরা। অল্প কয়েক দিনে ওসি মুরাদের সাহসি ভুমিকায় খুসি তজুমুদ্দিনের অসহায় জেলে পল্লীর মানুষ।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE