নিউজ ডেস্ক : মনপুরা রামনেওয়াজ লঞ্চঘাটে প্রবেশ টিকেট মূল্য নির্ধারিত ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার অপরাধে ইজারাদার প্রতিনিধি নবীর’কে নগদ ৫ হাজার টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মনপুরা ইউএনও মো. জহিরুল ইসলাম। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় তিনি এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। সূত্রে জানা গেছে , দীর্ঘদিন যাবৎ মনপুরা লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে ঘাটে প্রবেশ টিকিটের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করে যাত্রীদের সাথে প্রতারণা করে আসছিল কাউন্টারে দায়িত্ব পালন করা ব্যক্তিরা। এই অভিযানের ফলে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এছাড়াও রামনেওয়াজ ঘাটের নানান অনিয়ম ও দুর্নীতি নিরসনে নিয়মিত অভিযানের দাবী জানিয়েছেন যাত্রী সাধারণ ও ভুক্তভোগীর।
ভোলা নিউজ / টিপু সুলতান