মনপুরা উত্তর সাকুচিয়ায় ৩এফ-ভি মডেলের পুকুর সংস্কার কার্যক্রম শুরু

 

সোহান সোহাগ মনপুরা প্রতিনিধিঃ!””

ইউএনডিপির আইসিবিএ-এআর প্রকল্পের আওতায় সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) এর ২০২০ ইং অর্থ বৎসরে বসতবাড়ি-ভিত্তিক ফলদ, বনজ, মৎস্য ও সবজি (৩এফ-ভি) মডেল বাস্তবায়নের জন্য মনপুরা উত্তর সাকুচিয়ায় নির্বাচিত ৫ জন উপকারভোগীদের পুকুর সংস্কার ও পাড় মেরামত, পুকুর পাড়ে ফলদ ও বনজ বৃক্ষ রোপণ এবং সবজি উৎপাদনসহ পুকুরে মাছ চাষের নিমিত্তে কার্যক্রম শুরু হয়। স্থানীয় দরিদ্র ও দিনমুজুরদের কথা বিবেচনা করে সামাজিক ও নিরাপদ দুরত্ব বজায় রাখার শর্তে সিএমসির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপুল চন্দ্র দাস উক্ত কার্যক্রম বাস্তবায়নের জন্য অনুমতি প্রদান করেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে বাস্তবায়নাধীন কার্যক্রমের আওতায় প্রায় ৩০ পরিবারের কর্মসংস্থানের সুযোগ হল। এ সময় উপস্থিত ছিলেন মনপুরা ইউএনডিপির প্রকল্প কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম।
৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের ২ ও ৩ নং ওয়ার্ডের মেম্বার ও পিআইসির সদস্য যথাক্রমে মোঃ সোহেল ও মোঃ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরেস্ট রিসোর্স প্রটেকশন গ্রুপের সভাপতি আবু তাহের ও মনপুরা ইউএনডিপির প্রকল্প কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম।

SHARE