ডেস্ক রিপোর্ট।। মনপুরা উপজেলার ৫ নং কলাতলি ইউনিয়নে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন মনপুরা উপজেলা শাখার ৫নং কলাতলি ইউনিয়ন । আজ বিকালে সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ৫ নং কলাতলি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সংগঠনের হাফেজ মুহাম্মদ আব্দুল কারীম বলেন, যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। প্রচলিত পুঁজিবাদী অর্থব্যবস্থা মানুষকে মুক্তি দিতে পারেনি। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা গরিব ও অসহায়দের আরও নিঃস্ব করেছে এবং ধনীদের আর ধনী করে সমাজে চরম বৈষম্য সৃষ্টি করেছে।তিনি বলেন, একশ্রেণির মানুষ আঙ্গুল ফুলে বটগাছে পরিণত হয়েছে, আর অন্যদিকে গরিব ও অসহায় মানুষ খোলা আকাশের নিছে, বস্তি ও ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করছে। এজন্য ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।৫নং কলাতলি ইউনিয়নের যুব আন্দোলন সভাপতি হাফেজ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে মাওলানা মুহাম্মদ বেলাল সহ সংগঠনের ইউনিয়ন শাখার নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোলা নিউজ / টিপু সুলতান