বিশেষ প্রতিনিধি।।
ভোলা জেলার মনপুরা উপজেলার লঞ্চঘাটে ঘাট টিকেটের নামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে।
যাত্রী টিকেটের পাশাপাশি মালামাল উঠা-নামায় ২/৩গুণ বেশী টাকা আদায় নিত্যঘটনা হয়ে দাড়িয়েছে। ঘাট টোলের নামে অধিক মূল্য আদায়ের এই ঘটনা নিয়ে প্রতিদিন যাত্রীরা ঘাটের স্টাফ ও কুলি মজুরদের হাতে নাজেহাল হচ্ছেন।
ইজারাদারের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে সাধারন যাত্রীদের জিম্মি করে এমন অপকর্ম দিনের পর দিন চলেই আসছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
জানাগেছে, প্রতিদিন ঢাকা- মনপুরায় ২ টি যাত্রীবাহি লঞ্চ চলাচল করছে। ঘাট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ও মালামাল পরিবহন হচ্ছে।
আসছে বিস্তারিত…..