মনপুরা প্রতিনিধি#
ভোলা জেলার মনপুরা উপজেলায় বেশি ফার্মিসীগুলো ঔষধ প্রশাসনের নজর দারীর বাহিরে,নেই ড্রাগ লাইসেন্সও । প্রায় দোকানে মিটফোর্ট থেকে নানা ধরনের নিষিদ্ধ ঔষদ বিক্রির অভিযোগ রয়েছে।
জানা যায় অনেক ফার্মিসীগন নিজেকে বড় ডাক্তার বলে দাবী করেন,ইচ্ছা মতে যা খুশি তা করে যাচ্ছেন অন্যদিকে সে সুযোগে ঔষদের দামও নিচ্ছে প্রচুর। গত কয়েক দিন যাবত আমাদের ভোলা নিউজের ক্রাইম টিম রয়েছে মনপুরার পথ প্রান্তরে।
এ বিষয়ে জানতে মনপুরা উপজেলা নির্বাহী অফিসারকে ফোনে পাওয়া যায়নি।
বেজাল ঔষধ ও ভূয়া ডাক্তার নিয়ে…. আসছে বিস্তারিত ১ম পর্বে