মাসুদ পাটওয়ারী মনপুরা প্রতিনিধিঃভোলার মনপুরায় জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলার হাজির হাট ইউনিয়ন পরিষদে।স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠান এ সময়
উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা প্রধান নির্বাচন কমিশানার সনজিদ কুমার সরকার। স্মার্ট কার্ড বিতরণ করেন মনপুরা নির্বাচন অফিসের অপারেটর,কিংকন। নির্বাচন কমিশানার সনজিদ কুমার সরকার জানান, আগামী ১৪ ই মার্চ-২০২১ পর্যন্ত মনপুরা উপজেলা ৩৭’শ স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এছাড়াও মনপুরা উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড আনতে পারবে। যারা ২০১৯ সালে ভোটার হয়েছে তাদের মধ্যে জম্ম-সাল ০১-০১-২০০১ সালে ভোটাররা স্মার্ট কার্ড পাবে বলে জানান।আগামি ০৪ দিনের মধ্যে মনপুরা উপজেলার ০৪ টি ইউনিয়নে এসব কার্ড বিতরণ করা হবে।