মনপুরায় জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ

 

 

 

মাসুদ পাটওয়ারী মনপুরা প্রতিনিধিঃভোলার মনপুরায় জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলার হাজির হাট ইউনিয়ন পরিষদে।স্মার্ট কার্ড বিতরণী অনুষ্ঠান এ সময়
উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা প্রধান নির্বাচন কমিশানার সনজিদ কুমার সরকার। স্মার্ট কার্ড বিতরণ করেন মনপুরা নির্বাচন অফিসের অপারেটর,কিংকন। নির্বাচন কমিশানার সনজিদ কুমার সরকার জানান, আগামী ১৪ ই মার্চ-২০২১ পর্যন্ত মনপুরা উপজেলা ৩৭’শ স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এছাড়াও মনপুরা উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড আনতে পারবে। যারা ২০১৯ সালে ভোটার হয়েছে তাদের মধ্যে জম্ম-সাল ০১-০১-২০০১ সালে ভোটাররা স্মার্ট কার্ড পাবে বলে জানান।আগামি ০৪ দিনের মধ্যে মনপুরা উপজেলার ০৪ টি ইউনিয়নে এসব কার্ড বিতরণ করা হবে।

SHARE