মনপুরায় চাউল চোর ইউপি সচিব গ্রেপ্তার

সোহান সোহাগ মনপুরা প্রতিনিধিঃ –

ভোলা জেলার মনপুরা উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ১৩ জন উপকারভোগী সদস্যের ১৩বস্তা ভিজিডি চাল চুরি করেছেন ইউনিয়ন সচিব অহিদুর রহমান আল—আমিন
বুধবার দুপুরে ২নং ইউনিয়ন থেকে ভিজিডির ১৩বস্তা চাল চুরি করে নিয়ে যাওয়ার পথে ইউনিয়ন পরিষদের সচিব সহ আটো রিক্সা আটক করা হয়।

স্থানীয় সুত্রে জানা যায় ভিজিডির চাউল গুলো মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব অহিদুর রহমান তার পিএস ২নং হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোসলেউদ্দিন এর বাসায় পাঠানোর সময় স্থানীয়রা আটোক করেন।

এব্যাপারে ১নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিটু ভূঁইয়া সাথে কথা বলে জানা যায় তিনি ভিজিডি চালের ব্যাপারে কিছুই জানেন না, স্থানীয় সুত্রে জানা যায় ভিজিডি চালের চুরির সাথে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জড়িত থাকতে পারে।

পরে বিকেল ৩টার দিকে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৩বস্তা চাল সহ মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব অহিদুর রহমান কে আটক করেন, এঘটনার সাথে জড়িত সকলে অতি দ্রুত আইনের আওতায় আনা হবে।

SHARE