স্টাফ রিপোর্টারঃ-ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় অবহেলিত স্বাস্থ্য বিভাগে নেই ডাক্তার, নেই নার্সসহ প্রয়োজনীয় লোকবল। লোকবল সংকট থাকার পরেও ছুটি ছাড়া কর্মস্থলে থাকেন না অনেক কর্মকর্তা কর্মচারী। এছাড়াও জানা যায় মনপুরা উপজেলায় যুব উন্নয়ন অফিস, মৎস্য অফিস, নির্বাচন অফিস, সমাজসেবা অফিস, বনবিভাগ, সমবায় অফিস ও স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য দপ্তরের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী ছুটি ছাড়া কর্মস্থলের বাহিরে থাকেন।। এ সব নানা অনিয়মের তথ্য অনুসন্ধানে আজ মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী মনপুরা হাসপাতাল পরিদর্শনে যান।। নানা অনিয়ম রোধ ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মনপুরা হাসপাতাল পরিদর্শনে যাওয়া হাপাতালে ভর্তিকৃত স্থানীয় রোগীসহ ও নানা মহল থেকে প্রশংসিত হয়েছেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।বিষয়টি নিয়ে মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান নিকট জানতে চাইলে তিনি জানান, আমি আজ সরোজমিনে হাসপাতাল পরিদর্শন করেছি। সেবার মান ও নানা অনিয়ম রোধে এভাবে প্রতিটি সরকারি অফিস আমি পরিদর্শন করবো।। বিছিন্ন দীপ উপজেলায় জনগণের স্বার্থ রক্ষায় ও মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।। কোন অনিয়মের তথ্য পেলে আপনারা সাংবাদিকেরা আমাকে জানাবেন।। দুর্নীতি ও নানা অনিয়মের সাথে কোন আপস করা হবে না।।হাসপাতালের ডাক্তার সংকটসহ নানা অনিয়মের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট জানতে চাইলে,তিনি জানান আমরা ডাক্তার সংকটের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি। আশা করি প্রয়োজনীয় ডাক্তার ও লোকবল সংকট নিরসন দ্রুতই করা হবে। ছুটি ছাড়া যে সমস্ত কর্মচারী অনুপস্থিত রয়েছেন তাদের বিরুদ্ধে বিভাগীয়ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমি চিঠি করেছি।। অনিয়মের তথ্য পেলে আপনারা সাংবাদিকেরা আমাকে জানাবেন আশা করি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।।বিষয়টি নিয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসারের , মনপুরা নিকট জানতে চাইলে,তিনি জানান সকল কর্মকর্তা কর্মচারী প্রজাতন্ত্রের সেবক, সুতরাং সবাইকে কর্মস্থলে থেকে নিয়মিত দায়িত্ব পালন করতে হবে,কর্মস্থল ফাঁকি দেয়া সম্পূর্ণ বেআইনি। আশা করি দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।।বিষয়টি নিয়ে ভোলা জেলা সিভিল সার্জন নিকট জানতে চাইলে তিনি জানান, জনবল সংকটের বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছি, আশা করি সমাধান হবে।উল্লেখ মনপুরা উপজেলায় নাগরিক সুবিধা বৃদ্ধি করার জন্য সরকার দ্বীপ ভাতা চালু করেছেন, এরপরেও সেবা নিয়ে নানা অনিয়মে মনপুরার জনসাধারণ হতাশায় রয়েছেন।।
ভোলা নিউজ / টিপু সুলতান