মনপুরায় করোনা পজেটিভ ১, কঠোর অবস্থানে প্রশাসন

মামুনুর রহমান#
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ২২ বছরের এক যুবকের করোনা পজেটিভ ধরা পড়েছে।২৩ই এপ্রিল বৃহস্পতিবার রাতে এক ইমেইল বার্তার মাধ্যমে ভোলার সিভিল সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন বলে স্বীকার করেছেন মনপুরা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ।

করোনা ভাইরাসে আক্রান্ত ঐ যুবকের বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, উল্লেখিত যুবক কয়েকদিন পূর্বে ঢাকা থেকে বাড়ি এসেছে।ছেলেটি অসুস্থতার খবর শুনে ডা. মাহমুদুর রশীদের নের্তৃত্বে একটি টিম ঐ যুবকের বাড়িতে গিয়ে নমূনা সংগ্রহ করে বরিশাল প্রেরন করা হয়।পাশাপাশি তার বাড়ির সামনে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়।ঐ সময় থেকেই যুবকটি হোমকোয়ারেন্টাইনে রয়েছে বলে সূত্র জানায়।

এব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ বলেন, এখন আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধির পাশাপাশি সরকারের সকল নির্দেশনা মেনে চলতে হবে।

এদিকে রাস্তায় কঠোর আবস্থানে প্রশাসনের অবস্থান ফুটে উঠেছে ভোলা নিউজের গোপন ক্যামেরায়।

SHARE