মনপুরা প্রতিনিধিঃ-
ভোলা জেলার দ্বীপ মনপুরা উপজেলার ফকির হাট এলাকায় বশির আহাম্মেদ মাষ্টার পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত মাষ্টার ফাউন্ডেশন।
প্রতি বছরের ন্যায়ে এ বছরও পবিত্র ঈদুল ফিতরের “সদাকাতুল ফিতরা” আদায়ে মিসকিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সদস্য সচিব আব্দুর রহমান,নির্বাহী সদস্য মিসকাত আহাম্মেদ ও সদস্য মনির আহাম্মেদ।।
ঈদের আনন্দ সবার ঘরে ঘরে পৌছিয়ে দিতে সাদাকাতুল ফিতরা হ ব্যাস্তবায়নে এ ধরনের কর্মসূচি পালন করে আসছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানে চেয়ারম্যান মোসারেফ হোসেন।
এদিকে ফাউন্ডেশন কো- চেয়ারম্যান আল মাহমুদ নাহিদ জানান, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের এ উদ্যোগ।।
ফাউন্ডেশনের দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাহী সদস্য সচিব মিসকাত আহাম্মেদের পরিচালনায় নিজ এলাকা থেকে হতদরিদ্র পরিবার বাচাই করে সবার ঘরে ঘরে গিয়ে ঈদ সামগ্রীর প্যাকেট পৌছিয়ে দিয়েছেন। ঈদ সামগ্রীর একটি প্যাকেটে খোলা সেমাই, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, সাবান, কিচমিচিসহ ঈদের দিনের যাবতীয় ঈদ পন্য পরিবেশন করা হয়।
উল্লেখ, মনপুরা উপজেলার ফৈজুদ্দিন ফকির হাটে এলাকায় অবস্থিত বশির আহাম্মেদ মাষ্টার, সালাহউদ্দিন মাষ্টার ও নেজামল হক মাষ্টার পরিবারের, মাষ্টার ফাউন্ডেশটি সকল সামাজিক ভালো কাজে অংশ নেন বলে জানাযায়।।