মনপুরা প্রতিনিধি।
ভোলার মনপুরা উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাইদুজ্জামান।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শহিদুল ইসলাম, বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারিবৃন্দ।
ভোলা নিউজ / টিপু সুলতান